5297

09/19/2024 ক্যান্সারের চিকিৎসায় গিয়ে সৌদিতে বন্দি হামাস নেতা, মুক্তি দাবি

ক্যান্সারের চিকিৎসায় গিয়ে সৌদিতে বন্দি হামাস নেতা, মুক্তি দাবি

রাজটাইমস ডেস্ক

৯ জুন ২০২১ ০৩:৫৫

সৌদি আরবে বন্দি ক্যান্সার আক্রান্ত হামাস নেতা মোহাম্মদ আল-খুদারিসহ অন্য ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানানো হয়েছে।  

মঙ্গলবার এক বিবৃতি সৌদি কর্তৃপক্ষকে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস নেতা রাফাত মৌরা। এক বিবৃতিতে তিনি ফিলিস্তিন ও সৌদির সম্পর্কের বিষয়টি বিবেচনা করে তাদরে মুক্তির দাবি জানান।  

বিবৃতিতে তিনি বলেন, আমরা সৌদি নেতাদের আহ্বান জানাচ্ছি তাদের বিচারের প্রক্রিয়াটি বন্ধ করতে এবং আটকদের তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দিতে। 

হামাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হামাসের ৬০ সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে আল-খুদারি রয়েছেন। 

রিয়াদ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আটক ব্যক্তিরা আইনের মধ্যে থাকা তাদের অধিকার ভোগ করবে। 

গত ফেব্রুয়ারিতে অ্যামেনেস্টি ইনন্টারন্যাশনাল জানিয়েছে, ২০১৯ সালের ৪ এপ্রিল আল খুদারি ও তার ছেলে হানি আল-খুদারিকে যখন সৌদি কর্তৃপক্ষ আটক করেছিল তখন তিনি মুত্রথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।  

এদিকে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সৌদি রাজাকে অনুরোধ করেছেন আল-খুদারিকে মুক্তি দিতে।   

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]