530

03/13/2025 হামাসের সামরিক চৌকিতে ইসরাইলের ট্যাংক হামলা

হামাসের সামরিক চৌকিতে ইসরাইলের ট্যাংক হামলা

রাজটাইমস ডেস্ক

১৭ আগস্ট ২০২০ ২৩:৫৮

ফিলিস্তিনে আবারো ট্যাংক হামলা চালিয়েছে দেশটির চির বৈরী ইহুদি রাষ্ট্র ইসরাইল। খবর রয়টার্স

দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি থেকে রকেট ও বেলুন বোমার হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ট্যাংক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

হামাসের সামরিক পর্যবেক্ষণ চৌকিকে লক্ষ্য করেই এই ট্যাংক হামলা চালানো হয়েছে সোমবার (১৭ আগস্ট) দেশটির সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে এমনটাই জানানো হয়।

তারা দাবি করে রোববার (১৬ আগস্ট) গাজার নিরাপত্তা বেড়ার কাছে কিছু মানুষ দাঙ্গা সৃষ্টি করেছে। বিস্ফোরক নিয়ে তারা সীমান্ত অতিক্রম করে আক্রমণ ও বেলুনে আগুন লাগানোর ডিভাইস দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে যা তারা পরবর্তিতে স্থগিত করে।

এই হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে রোববার গাজার মৎস্য কেন্দ্র বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী।

এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]