03/13/2025 ১৩ জুন থেকে সীমিতভাবে রাবির অফিস খোলা রাখার সিদ্ধান্ত
কে এ এম সাকিব, রাবি
৯ জুন ২০২১ ২০:২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি এবং ২০২০-২১ অর্থবছরের শেষ মাসের অপরিহার্য কার্য সম্পাদনের সুবিধার্থে আগামী ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।
মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অফিসসমূহ সকাল ৯টা টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা থাকবে।
এ সময় অফিস প্রধানগণ তাদের প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে ডিউটি রোস্টার তৈরি করবেন এবং সে অনুযায়ি প্রয়োজনীয় কার্য পরিচালনা করবেন বলে জানানো হয়।