5311

04/19/2024 রাজশাহীতে দুই এসআইয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

রাজশাহীতে দুই এসআইয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

রাজটাইমস ডেস্ক

১০ জুন ২০২১ ০৩:৪৫

অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহীতে এক নারী উপপরিদর্শক (এসআই) তাঁর স্বামীসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন। বুধবার তিনি রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদনটি করেন।
 
মামলার এক আসামি ওই নারী এসআইয়ের স্বামী ও এসআই (৩৫)। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত। ওই মামলার আরেক আসামি অপর নারী এসআই ঢাকার নবাবগঞ্জ থানায় কর্মরত।
 
মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত। তাঁর বাবার বাড়ি রাজশাহী। তাঁর স্বামীর বাড়ি নরসিংদী। নারী এসআইয়ের পক্ষে রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী মোখলেসুর রহমান আদালতে মামলার নথিপত্র উপস্থাপন করেন। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন। তিনি আগামী ৭ জুলাইয়ের মধ্যে অভিযোগের প্রাথমিক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
 
মামলার আরজিতে বলা হয়েছে, ২০১৬ সালে ওই নারী এসআইকে ডিএমপির ওই এসআই বিয়ে করেন। এরপর থেকে তিনি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এরই মধ্যে তিনি অপর নারী এসআইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে ওই নারী এসআইয়ের ওপর নির্যাতন আরও বেড়ে যায়। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন। তারপর থেকে বিভিন্নভাবে হয়রানি করছেন তাঁর স্বামী।
 
মামলায় উল্লেখ করা হয়, ওই নারী এসআইকে হেয় প্রতিপন্ন করতে তাঁর নামে ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্ন জনের কাছে পাঠিয়েছেন তাঁর স্বামী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তিনি এসব পাঠিয়েছেন। ফলে ওই নারী এসআই তাঁর স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আদালত থেকে তিনি এখনো কোনো নথিপত্র পাননি। দু-এক দিনের মধ্যে আদালত থেকে নথি আসতে পারে। ওই নথিপত্র পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
 
 
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]