5321

03/14/2025 বিদ্যুৎস্পৃষ্টে রাবি শিক্ষার্থী ফারুকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে রাবি শিক্ষার্থী ফারুকের মৃত্যু

কে এ এম সাকিব, রাবি

১০ জুন ২০২১ ২৩:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওমর ফারুক নামে এক শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বিভাগের সভাপতি ড. জাহিদ হোসেন ওমর ফারুকের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তার বাড়ি নওগাঁ জেলায় আত্রাই উপজেলার জয়নাথপুরে বলে জানা গেছে।

জানা গেছে, আজ বৃস্পতিবার (১০ জুন) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুত স্পৃষ্ট হোন। পরে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিভাগের সভাপতি ড. জাহিদ হোসেন বলেন, দুপুর ২টার দিকে জানতে পারলাম। তার মৃত্যুতে বিভাগ একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। এমন র্দূঘটনায় মৃত্যু খুবই দুঃখজনক। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]