5326

03/15/2025 বিশ্বে আরও ১১ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল করোনা

বিশ্বে আরও ১১ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল করোনা

রাজটাইমস ডেস্ক

১১ জুন ২০২১ ১৪:৪৬

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে মোট ৩৭ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিল ভাইরাসটি।

গত তিনদিন ধরে ব্রাজিলে দৈনিক মৃত্যু দু’হাজারের ওপর। একদিনে শনাক্ত হয়েছে ৯০ হাজারের মতো সংক্রমণ।

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় চার শতাধিক মৃত্যু লিপিবদ্ধ করল যুক্তরাষ্ট্র। সাড়ে ১৩ হাজার মানুষের দেহে নতুনভাবে শনাক্ত হলো ভাইরাসটি।
বৃহস্পতিবার আর্জেন্টিনায় মৃত্যুবরণ করে ৬৭০ জন আর কলম্বিয়ায় ৫৭৩ জন। দুই লাতিন দেশেই এদিন নতুনভাবে ৩০ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাড়ে চার লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com