5335

05/03/2024 বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭ কোটি ৬০ লাখ

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭ কোটি ৬০ লাখ

রাজটাইমস ডেস্ক

১২ জুন ২০২১ ১৪:৩০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩৮ লাখ।

শনিবার সকাল ৮টার পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৪৮ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৭২৮ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]