03/14/2025 মানিকের 'আশীর্বাদ' এ দেখা যাবে অপু বিশ্বাসকে
রাজটাইমস ডেস্ক
১৮ আগস্ট ২০২০ ০২:০৬
মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা 'আশীর্বাদ' এ অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমায় অপু বিশ্বাসের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন , অপু বিশ্বাস 'আশীর্বাদ'-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এটি তার সঙ্গে আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে।
সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার কথা জানান তিনি। তবে তার আগে বেশ কিছুদিন গ্রুমিং হবে।
সিনেমাটির কাহিনী সাজানো হয়েছে সত্তর দশকে ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে।পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সে অপুকে দেখা যাবে।
অপু বিশ্বাসের বিপরীতে কে থাকছেন তার বিষয়টি এখনো চূড়ান্ত হয় নি জানিয়েছেন 'জান্নাত' খ্যাত এই নির্মাতা।
চুক্তিবদ্ধ হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস বলেন চরিত্রটির জন্য তিনি নিজেকে তৈরি করা শুরু করেছেন।
জেনিফারের প্রযোজনায় সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনার পাশাপাশি জেনিফার সিনেমাটিতে কাহিনি ও চিত্রনাট্যের কাজ করেছেন।
খবর-বাংলা নিউজ
এসএইচ