5342

03/16/2025 বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাঘা প্রতিনিধি, রাজশাহী

১২ জুন ২০২১ ২৩:০৯

রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে মেহেদী হাসান অপু (১৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় দিকে উপজেলার বেংগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। মেহেদী হাসান অপু লালপুর উপজেলার বাকনা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের ভাই হামিদুল ইসলাম জানান, মেহেদী হাসান নির্মাণ শ্রমিকের কাজে বেংগাড়ি গ্রামে আনার আলীর বাড়ির ছাদ এর সাটারিং খোলার কাজে যায়। সাটারিং খোলার কাজ করার সময়ে পা ফসকে বিদ্যুৎতের লাইনের পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়ে ছিলাম। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিসয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com