5344

12/12/2025 রামেকে করোনায় চার জনের মৃত্যু

রামেকে করোনায় চার জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১৩ জুন ২০২১ ০০:১১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চারজনের। বিষয়টি নিশ্চিত করেছেন- রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস। শুক্রবার (১১ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা গেছেন এ চার জন।

হাসপাতালের দেয়া তথ্যে জানা গেছে- রোগী ভার্তি রয়েছেন ২৯৭ জন। এছাড়া ২৪ ঘন্টায় ভর্তি ২৫ জন, এছাড়া ছাড়পত্র পেয়েছে ৩৩ জন। সন্দেহভাজন রোগী রয়েছে ১১২ জন, করোনা পজেটিভ ১৪১। করোনা নেগেটিভ ৩৫ জন। বর্তমান রোগীর সংখ্যা ২৮৯ জন।

এছাড়া এসি-নন এসি দিলে ২০টি বেডের মধ্যে ফাঁকা রয়েছে ৫টি। এসি তিনটি ও নন এসি ২টি ফাঁকা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]