5355

09/25/2024 নাটোর পৌরসভার পর পৌরভবনও লকডাউন ঘোষণা

নাটোর পৌরসভার পর পৌরভবনও লকডাউন ঘোষণা

নাটোর সংবাদদাতা

১৩ জুন ২০২১ ২৩:৩১

নাটোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমন গণহারে বেড়ে যাওয়ায় এবার পৌরসভা ভবন অনির্দিষ্টকালের জন্য নতুন করে লকডাউন ঘোষণা করেছে মেয়র।

রোববার (১৩ জুন) দুপুরে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে ঘোষণা দেন।

মেয়র বলেন, পৌরসভায় কর্মরত ৪০ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে রোববার পর্যন্ত ১৪ জনের করোনা সংক্রমন পজেটিভ হয়েছে। আরো অনেকে অসুস্থ থাকায় তাদেরও নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

ফলে পৌরসভার বিশেষ জরুরী কাজের জন্য ২/১টি শাখায় সীমিতভাবে কাজ চললেও জনসাধারণের ভিতরে প্রবেশ একেবারেই নিষেধ করা হয়েছে।

দেশে চলমান লকডাউনের মধ্যে বেশি সংক্রমণের জন্য নাটোর ও সিংড়া পৌর ৫ দিন আগে বিশেষ লকডাউন ঘোষনা করার ৫ দিন পর এবার পৌর ভবনে অনিদিষ্টকালের জন্য নতুন করে লকডাউন ঘোষণা করা হলো।

এদিকে নাটোরে গত ২৪ ঘন্টায় ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে সংক্রমন শনাক্ত হয়। এ নিয়ে করোনায় জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯৫ জন। সুস্থ হয়েছেন ১৫৪৪ জন। গতকালের একজনসহ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৩ জনের।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]