5371

03/14/2025 এসআই পদে নিয়োগ পেল রাবির ৬০ শিক্ষার্থী

এসআই পদে নিয়োগ পেল রাবির ৬০ শিক্ষার্থী

কে এ এম সাকিব, রাবি

১৪ জুন ২০২১ ২৩:১১

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবির) জন সাবেক শিক্ষার্থী। প্রশিক্ষণ শেষে বার্ষিক স্মরণিকা ‘বন্ধন’ থেকে এই তথ্য জানা যায় । চলতি মাস থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টদের (এসআই) প্রশিক্ষণ শুরু হয়। এতে অংশ নেয় ১ হাজার ২৩১ জন। ২০২১ সালের ১৪ জুন আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরদের পোস্টিং দেওয়া হয়।

উল্লেখ্য, পুলিশের ৩৭তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯০জন শিক্ষার্থী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]