03/15/2025 বাঘায় দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
লালন উদ্দীন, বাঘা
১৬ জুন ২০২১ ০০:১৭
রাজশাহীর বাঘা উপজেলায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওশারা হবির চর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আটক দুইজন হলেন- করারী নওশারা হবির চর গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে একরামুল মন্ডল (৩২) ও একই গ্রামের উম্মত মণ্ডলের ছেলে সাহাজুল মন্ডল (২৫)।
আটক দুইজনের কাছ থেকে একটি বিদেশী পিস্ত, একটি ম্যাগাজিন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।