03/15/2025 ব্যাংক লেনদেনের সময় আরও বাড়ল
রাজটাইমস ডেস্ক
১৭ জুন ২০২১ ০৪:১৪
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরও এক মাস বাড়ানো হয়েছে। এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ চলবে। নতুন এই ঘোষণার পর ব্যাংকে লেনদেনের সময় আরো আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেন সাড়ে তিনটা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত জানানো হয়। এতে আরও বলা হয়, লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক অন্যান্য কাজের জন্য বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। উল্লেখ্য, এর আগে, বিধি-নিষেধের মধ্যে এতদিন ব্যাংকগুলোতে তিনটা পর্যন্ত লেনদেন চলছিল। সর্বশেষ ৩০ মে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়ে তিনটা পর্যন্ত করা হয়েছিল।