03/14/2025 করোনার ছোবলে ঝরে গেল আরও প্রায় ৯ হাজার প্রাণ
রাজটাইমস ডেস্ক
১৭ জুন ২০২১ ১৫:১৬
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (বুধবার) আরও প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ ৮৩ হাজার। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ১৭ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ছুঁইছুঁই।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে আবারও ব্রাজিল। একদিনে ২ হাজার ৭শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে প্রায় ৮৬ হাজার।
এদিকে আর্জেন্টিনায় ৬৪৬ জনের মৃত্যু হয়েছে বুধবার। আরেক লাতিন দেশ কলম্বিয়াতেও ৬শ’ ছুঁইছুই দৈনিক প্রাণহানি। এদিন যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে ৪১৯ জনের।