5410

03/15/2025 পেরুকে গোলে ভাসাল ব্রাজিল

পেরুকে গোলে ভাসাল ব্রাজিল

রাজটাইমস ডেস্ক

১৮ জুন ২০২১ ১৭:১৭

পেরুকে ৪-০ গোলে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচেও জয় এল ব্রাজিল শিবিরে।

বৃহস্পতিবারের (১৭ জুন) ‘গ্রুপ বি’র ম্যাচে নেইমার, অ্যালেক্স, এভারটন রিভেইরো ও রিশার্লিসনের নৈপুণ্যে জয় পেল তারা।

তার আগের ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। আগের স্কোয়াডে ছয়জনকে পরিবর্তন করেন কোচ তিতে। একাদশে নেইমার এবং থিয়াগো সিলভা থাকায় গোটা দলকে তবু শক্তিশালী মনে হয়েছে।

এদিন ১২তম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন স্যান্ড্রো। পরের কিছুটা সময় ব্রাজিলকে বেশ চাপে রাখে পেরু। তবে ঠাণ্ডা মাথায় সব আক্রমণ রুখে দেয় স্বাগতিকরা।

৬৮তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন নেইমার। ফ্রেদের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি জাল খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি পেরুর গোলরক্ষক পেদ্রো।

চোট কাটিয়ে ফেরার পর চার ম্যাচে জালের দেখা পাওয়া নেইমারের এটি দেশের হয়ে ৬৮তম গোল।

নেইমারের গোলে ভেঙ্গে পড়ে পেরুর রক্ষণভাগ। এই গোলের পর আর প্রতিরোধ ধরে রাখতে পারেনি পেরু। ৮৯তম মিনিটে রিশার্লিসনের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন এভারটন রিভেইরোর। ব্রাজিলের হয়ে এটাই তার প্রথম গোল। কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।

বাড়তি সময়ও কাজে লাগাল দলটি।রিশার্লিসন জালে বল পাঠিয়ে বাড়িয়ে দেয় ব্যবধান।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]