03/15/2025 ঢাকা ব্যাংক থেকে চার কোটি টাকা লুট
রাজটাইমস ডেস্ক
১৮ জুন ২০২১ ১৭:৪৮
ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে লুট করা হয়েছে চার কোটি টাকা। এ ঘটনায় জড়িত ব্যাংক দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ জুন) বংশাল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশে সৌপর্দকৃতরা হলেন রিফাত ও ইমরান নামের দুই ব্যাংক কর্মকর্তা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) রাতেই টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে দুজনকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
তবে ব্যাংকের পক্ষ থেকে এখনো মামলা হয় নি বলে জানিয়েছে পুলিশ।