03/15/2025 রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু
রাজটাইমস ডেস্ক
১৮ জুন ২০২১ ১৭:৫৪
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালের দেয়া তথ্য মতে, মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন এবং নওগাঁর তিনজন রয়েছেন। মৃতদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। আর ছয়জন উপসর্গে মারা গেছেন।
প্রসঙ্গত, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৩৪৯ রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন।