5423

09/25/2024 নিপুণ রায় কারামুক্ত

নিপুণ রায় কারামুক্ত

রাজটাইমস ডেস্ক

১৯ জুন ২০২১ ০৩:৪৬

গ্রেফতারের আড়াই মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। শুক্রবার দুপুর ১টার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৬ জুন) দুই মামলায় বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

নিপুণ রায়ের জামিন আদেশের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তার বাবা নিতাই রায় চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গত ২৮ মার্চ রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পরে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করা হয়।

এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানায় বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা অপর মামলায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়। একইসাথে এই দুই মামলায় তাকে রিমান্ডেও নেয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]