5443

09/25/2024 রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘে রেজুলেশন পাশ না হওয়ায় হতাশ বাংলাদেশ

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘে রেজুলেশন পাশ না হওয়ায় হতাশ বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

২০ জুন ২০২১ ১৫:৫৫

মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘে রেজুলেশন পাশ না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। শনিবার ( ১৯ জুন) মিয়ানমার পরিস্থিতি নিয়ে আয়োজিত জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের ফেরত নিয়ে কোনো রেজুলেশন পাশ না হওয়ায় এক বিবৃতিতে হতাশা প্রকাশ করা হয়।

নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিবৃতিতে জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো রেজুলেশন পাশ করতে সাধারণ অধিবেশন ব্যর্থ হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।

সূত্র জানায়, অধিবেশনে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নিন্দা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ১১৯ টি দেশ ভোট দেয়। শুধুমাত্র একটি দেশ বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশসহ ৩৬টি দেশ ভোট দানে বিরত ছিল। চীন - রাশিয়াও ভোট দানে বিরত থেকেছে।

অধিবেশনে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ ও মিয়ানমারের নেত্রী অং সান সুচির মুক্তির আহ্বান জানানো হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]