5453

03/14/2025 উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রাজ টাইমস ডেস্ক

২১ জুন ২০২১ ০১:৪৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কংক্রিট স্লিপার উত্তোলনকারী ক্রেন উল্টে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙ্গুড়া বাজার রেলস্টেশনে রোববার দুপুর ২টার দিকে ক্রেনটি উল্টে যায়।

এদিকে দুর্ঘটনাকবলিত ক্রেন উদ্ধারের জন্য সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী থেকে আরেকটি ক্রেন রওনা দিলে সেখানেই উল্টে যায়।

ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনের স্টেশনমাস্টার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়াল ব্রিজ স্টেশন কর্তৃপক্ষ জানায়, উপজেলার ভাঙ্গুড়া বাজার রেলস্টেশনে বেশ কিছুদিন ধরে লাইনের সংস্কার কাজ চলছে। এতে লাইনের পুরাতন ও ক্ষতিগ্রস্ত কংক্রিট স্লিপার সরিয়ে নতুন স্লিপার বসানো হচ্ছে। একপর্যায়ে রোববার ২টার দিকে কংক্রিট স্লিপার উত্তোলনের সময় দুর্ঘটনাবশত মেরামত কাজে নিয়োজিত ক্রেনটি লাইনের ওপর উল্টে যায়।

এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকাগামী উত্তর ও দক্ষিণবঙ্গের চিত্রা, লালমনি ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন কয়েক ঘণ্টা ধরে পার্শ্ববর্তী চাটমোহর রেলস্টেশনে আটকা পড়ে আছে।

বড়াল ব্রিজ স্টেশনের মাস্টার আল মামুন বলেন, রেললাইনের সংস্কার কাজে নিয়োজিত একটি ক্রেন উল্টে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সেটিকে উদ্ধারে রওনা দেয়া আরেকটি ক্রেন ঈশ্বরদীতেই উল্টে যায়। এতে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কতটা সময় লাগবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]