5478

03/14/2025 স্বতন্ত্র প্রার্থী পুনর্নির্বাচিত, আ’লীগের জামানত বাজেয়াপ্ত

স্বতন্ত্র প্রার্থী পুনর্নির্বাচিত, আ’লীগের জামানত বাজেয়াপ্ত

রাজটাইমস ডেস্ক

২২ জুন ২০২১ ১৫:৩১

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মেহেরুল ইসলাম আবারো নির্বাচিত হয়েছেন।

মোট ৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে মেহেরুল পেয়েছেন দুই হাজার ২৫৪ ভোট। তার নিকটতম হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুল করিম তালুকদার। তার প্রাপ্ত ভোট এক হাজার ৯৬০টি।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক টিপু (নৌকা) ২৭৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে ১০ হাজার ৯৬০ ভোটের মধ্যে ভোট দিয়েছেন আট হাজার ৮২২জন যা শতকরা হিসেবে ৮০ দশমিক ০৫ ভাগ। বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেনি। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন ফলাফল ঘোষণা করেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে তিনজন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৯ জন জয়লাভ করেছেন।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, নির্বাচনে কোনো সহিংস ঘটনা ঘটেনি এবং চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী অংশ নেয়নি।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]