03/14/2025 নাটোরে পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন
নাটোর সংবাদদাতা
২২ জুন ২০২১ ২২:২৪
নাটোরে পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) নাটোর পুলিশ লাইনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা’র সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, নাটোর পিবিআই এর পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং প্রাণ এগ্রোলিঃ এর মহাব্যবস্থাপক হযরত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি বলেন, পুলিশ দেশের মানুষের কল্যাণে সবসময় নিয়োজিত। পুলিশ ছাড়াও এই মহামারিতে যারই অক্সিজেনের প্রয়োজন পড়বে ফোন করার সাথে সাথে পুলিশ তারই বাড়িতে গিয়েন অক্সিজেন পৌঁছে দিবে। এজন্য জেলা পুলিশ এ্যাম্বুলেন্স এবং একটি অক্সিজেন বহনকারী পিকআপভ্যান সবসময় প্রস্তুত রেখেছে।