5513

03/14/2025 নলডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা

নলডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা

নাটোর সংবাদদাতা

২৪ জুন ২০২১ ২২:২৩

নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। জীবনযাত্রার মান উন্নয়নকে গুরুত্ব দিয়ে আয় ও ব্যয়সমান রেখে বৃৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১১ টায় নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এই বাজেট ঘোষণা করেন।

মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সচিব মো. তাজুল ইসলামের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাাহ আল মামুন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, পৌরসভার কাউন্সিলর মাহমুদুল হাসান ফকির মুক্তা, ফরহাদ হোসেন, জামাল হোসেন ও সামসুন্নাহার বেগম।



প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]