5528

03/14/2025 মেডিকেলের পরেই রাবিতে ভ্যাকসিনেশন, লাগবে না এনআইডি

মেডিকেলের পরেই রাবিতে ভ্যাকসিনেশন, লাগবে না এনআইডি

কে এ এম সাকিব, রাবি

২৫ জুন ২০২১ ২২:০৯

রাজশাহীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিনেশন কার্যক্রম শেষ হলেই ঠিকা পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনটাই জানানো হয়েছে রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয় থেকে।

সিভিল সার্জনের দেয়া তথ্য অনুসারে শীঘ্রই টিকা পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
 
অধ্যাপক আজিজুর রহমান বলেন, ২৩ জুন সিভিল সার্জন কার্যালয় থেকে উপাচার্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। সিভিল সার্জন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। তালিকার সাথে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিচয়পত্রের সাথে সমন্বয় করে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
 
এনআইডি কার্ড প্রয়োজনীয় কি না সে প্রসঙ্গে তিনি বলেন, আগে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা টিকার জন্য আবেদন করেছিল। এতে অনেক শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকায় আবেদন করতে পারেনি। তবে সিভিল সার্জন দপ্তর থেকে জাতীয় পরিচয়পত্র আবশ্যক করা হয়নি।
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]