5533

03/13/2025 ২৪ ঘণ্টায় দেশে করোনায় শতাধিক মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে করোনায় শতাধিক মৃত্যু

রাজটাইমস ডেস্ক

২৬ জুন ২০২১ ০১:৪৪

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে এক লাফে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ১০৮ জনসহ মোট মৃত্যু হয়েছে ১৩,৯৭৬ জনের। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এই নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন। 

আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।

 

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় ৮১ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]