5535

03/14/2025 ঢাকা-১৪ আসন : আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ঢাকা-১৪ আসন : আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজটাইমস ডেস্ক

২৬ জুন ২০২১ ০১:৫২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু নির্বাচিত হয়েছেন। এই আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় শুক্রবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৯-এর বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।’

এর আগে জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করে নেন। আওয়ামী লীগের সদ্য প্রয়াত এমপি আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

আগা খান বর্তমানে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি। ১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন তিনি। বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]