03/14/2025 সহকারীকে চুমু খেয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বিপাকে
রাজটাইমস ডেস্ক
২৬ জুন ২০২১ ১৪:২৫
করোনায় সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খেয়ে বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এজন্য শুক্রবার দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর ওই সহকারীর নাম গিনা কোলাডঅ্যাঞ্জেলো। তাকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি সংবাদপত্রে প্রকাশ পাওয়ার পর মন্ত্রী বলেন, আমি স্বীকার করছি যে, করোনা মহামারির মধ্যে আমি সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙেছি।
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি মানুষকে হতাশ করেছি। তবে এই মহামারি থেকে দেশকে মুক্ত করতে আমি কাজের দিকে মনোনিবেশ করছি।
এদিকে, লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। তার অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ বলেছে লেবার পার্টি।
তবে বরিস জনসনের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী হ্যানকককে ক্ষমা করেছেন এবং বিষয়টি এখানেই শেষ ভাবতে বলেছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর ওপর প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে।
প্রসঙ্গত, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের তিনটি করে সন্তানও রয়েছে। তাদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়।