555

03/14/2025 দলের মনোনয়ন পেলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন

দলের মনোনয়ন পেলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট ২০২০ ১৮:৫০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেলেন জো বাইডেন। এর মধ্য দিয়ে আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন তিনি। খবর রয়টার্সের।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত আমেরিকাকে সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।

মনোনিত হয়ে বাইডেন বলেন, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ। এর অর্থ হচ্ছে, বিশ্বের কাছে আমি ও আমার পরিবার গ্রহণযোগ্য।

‘লিডারশিপ ম্যাটারস’ স্লোগান নিয়ে ডেমোক্র্যাটদের চারদিনের কনভেনশন অনেকটাই ভার্চ্যুয়াল মাধ্যমে হয়েছে। এসময় বাইডেনের প্রার্থিতা নিশ্চিত করতে সারা দেশ থেকে ডেলিগেটরা ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার নিজের মনোনয়ন গ্রহণযোগ্যতা নিয়ে ভাষণ দেবেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]