5553

03/14/2025 পারফরম্যান্সে ভারত-অস্ট্রেলিয়াকে টপকে যেতে চায় বাংলাদেশ

পারফরম্যান্সে ভারত-অস্ট্রেলিয়াকে টপকে যেতে চায় বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

২৭ জুন ২০২১ ০৩:৫০

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বেশ সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে সাফল্যও আসছে বেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, পারফরম্যান্স বিচারে গত কয়েক বছরে বেশ এগিয়েছে বাংলাদেশ দল। টাইগারদের পরবর্তী লক্ষ্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ডের মতো দলকে টপকে উপরে উঠা।

আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলব, কয়েকটা দল আছে এর মধ্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড এই চারটা দল অবশ্যই আমাদের চেয়ে অনেক এগিয়ে সব দিক দিয়ে। আগে আমাদের চেয়ে অনেকেই এগিয়ে ছিল, যাদের এখন আমরা পেছনে ফেলে সামনে এগিয়ে এসেছি। বেশ কয়েক বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার উপরে আছি।’

সঙ্গে আরও যোগ করেন পাপন, ‘আমরা বিশ্বাস করি, পাকিস্তানও আমাদের দেশে আসলে আমাদের জেতার সুযোগ বেশি। আমরা পর পর চারটা আইসিসি ইভেন্টে ওদের বিরুদ্ধে জিতেছি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা কঠিন হবে এটা যেমন সত্য, তেমনি বাংলাদেশে এসে কোনো দলের জেতাও কঠিন হবে।’

বাংলাদেশ দলের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে পাপন বললেন, এজন্য খেলোয়াড়দের আরও উন্নতির প্রয়োজন। শুধু সুযোগসুবিধা দিয়েই লক্ষ্য পূরণ সম্ভব নয়, মানসিকতা, নিবেদনেও বড় ব্যাপার।

পাপন বলেন, ‘এটা একটা লেভেল। নেক্সট লেভেলে যেতে হলে আরও অনেক অনেক উন্নতি দরকার। এটা এখনকার ফ্যাসিলিটি দিয়ে হবে না। আমাদের যে ফ্যাসিলিটি আছে তার চেয়ে অনেক উন্নতি করতে হবে। খেলোয়াড়দের মানসিকতা, নিবেদনেও অনেক ব্যাপার আছে। ওদের লেভেলে পৌঁছানো অসম্ভব তা নয়। আমাদের নেক্সট টার্গেট তাই হওয়া উচিৎ।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]