5560

07/28/2025 না ফেরার দেশে প্রসিকিউটর জেয়াদ আল মালুম

না ফেরার দেশে প্রসিকিউটর জেয়াদ আল মালুম

রাজটাইমস ডেস্ক

২৭ জুন ২০২১ ১৪:৪৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা জেয়াদ আল মালুম মারা গেছেন। শনিবার দিবাগত রাত পৌনে ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জেয়াদ আল মালুমের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

ট্রাইব্যুনালের সিনিয়র আইটি কনসালটেন্ট খন্দকার মেহেদী মাসুদ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত পৌনে ১টায় তার (জেয়াদ আল মালুম) লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।
এর আগে গত ২৫ মে রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তবে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে সিএমএইচে লাইফ সাপোর্টে নেয়া হয়।

তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com