559

03/14/2025 চট্টগ্রামের আদালতে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আদালতে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

রাজটাইমস ডেস্ক

১৯ আগস্ট ২০২০ ২২:৫১

আপত্তিকর বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন সাংবাদিক বিপ্লব দে।

এদিকে আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত মামলাটি চট্টগ্রামের গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি সমাবেশে সনাতন ধর্মে আঘাত দেওয়ার অভিপ্রায়ে আপত্তিকর কথা বলেন। পরবর্তী সময়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে বাদী তা জানতে পারেন। মহাভারত সনাতন ধর্মীয় দর্শনের ভিত্তি হিসেবে গণ্য হয়। মহাভারত ও রামায়ণ সম্পর্কে জনসমক্ষে ও প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় হিন্দুধর্মের অগণিত অনুসারীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

দেশের একজন সম্মানিত ব্যক্তির এমন বক্তব্যে একটি ধর্মীয় গোষ্ঠীর অনুভূতিতে আঘাত সৃষ্টি করায় মামলাটি করা হয়েছে জানান মামলার বাদী বিপ্লব দে।

খবর-প্রথম আলো
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]