5629

03/14/2025 সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে অভিমন্যুর বিশ্ব রেকর্ড

সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে অভিমন্যুর বিশ্ব রেকর্ড

রাজটাইমস ডেস্ক

২ জুলাই ২০২১ ০২:৫৪

সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত এক খুদে দাবাড়ু। 

বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই কীর্তি গড়েন আমেরিকার ১২ বছর বয়সী দাবাড়ু অভিমন্যু।  তিনি ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যান।

এর আগে ২০০২ সালের আগস্টে ইউক্রেনের সার্জে কার্জাকিন কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। 

২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া অভিমন্যুর এই রেকর্ড ভাঙতে লাগল ১২ বছর ৪ মাস ২৫ দিন।

বিশ্ব দাবা সংস্থার ওয়েবসাইটে লেখা হয়েছে, বুধবার অভিমন্যু ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যায়। 

এই বিস্ময় কিশোরের পরিবার থাকে আমেরিকার নিউ জার্সিতে। তবে গ্র্যান্ডমাষ্টার হওয়ার জন্য গত কয়েক মাস ধরেই বুদাপেস্টে রয়েছেন অভিমন্যু। সেখানেই গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য একের পর এক বাধা পার করেন। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]