03/13/2025 নাটোরে পাঁচ ভ্রাম্যমান আদালতে ১৫ ব্যক্তির পাঁচ হাজার ৭০০ টাকা দন্ড
নাটোর সংবাদদাতা
৩ জুলাই ২০২১ ০২:৫০
করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অনুসরণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে শুক্রবার জেলার বিভিন্ন স্থানে পাঁচটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৫ ব্যক্তিকে পাঁচ হাজার ৭০০ টাকার অর্থ দন্ড প্রদান করা হয়। জেলা শহর, লালপুর, বড়াইগ্রাম ও নলডাঙ্গায় পাঁচটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, রেহানা আক্তার মুক্তি, আব্দুল মালেক, শরীফ শাওন ও লালপুরে উপজেলায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সম্মিলীত প্রচেষ্টায় কঠোর বিধিনিষেধ কার্যকর করা জরুরী।