565

03/14/2025 স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার্ষিকী পালিত

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২০ ০৪:৩৯

রাজশাহীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেণ্টারে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলাচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ মামুন। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী। সভায় অন্যদের মধ্যে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের জেলা ও উপজেলা শাখার অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, জনগণের সমর্থন নেই দেখেই এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে ভয় পায়। তারা জনগণকে ভোট থেকে দূরে রেখেছে। বিএনপিসহ বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মীকে হামলা-মামলায় জর্জরিত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে এবং দেশনায়ক তারেক রহমানকে পরিকল্পিত ও অন্যায়ভাবে দেশের বাইরে থাকতে বাধ্য করছে বলেও অভিযোগ করেন তারা। সভায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

আন্দালীব

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]