5651

03/13/2025 লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় ৩২০ জন গ্রেপ্তার

লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় ৩২০ জন গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক

৩ জুলাই ২০২১ ০৩:৪৯

দ্বিতীয় দিনে আজ ঢাকায় সকাল থেকে মানুষের চলাচল ছিল কম। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল অনেক কম।

পুলিশ বলছে প্রধান প্রধান সড়কগুলোর চেয়ে রাজধানীর অলিগলিতে মানুষের চলাচল ছিল বেশি। গলিতে আড্ডাও দিতে দেখা গেছে অনেককে। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়।

গ্রেপ্তারের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় দিনে ট্রাফিক পুলিশ ৬৮ টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]