5662

03/14/2025 বাঘায় অযথা ঘোরাঘুরি করায় ৩ যুবকের জরিমানা

বাঘায় অযথা ঘোরাঘুরি করায় ৩ যুবকের জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

৪ জুলাই ২০২১ ০০:২৬

রাজশাহীর বাঘায় মাস্ক না পরে অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় ঘোরাফেরার অভিযোগে ৩ যুবকেরকে এক হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩ জুলাই) আড়ানী পৌর বাজারে এই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে তিন যুবক আড়ানী পৌর বাজার এলাকায় মাস্ক না পরে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. কামাল হোসেনের নজরে আসে। তাদের রাস্তায় থামিয়ে কারণ জানতে চাইলে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। তাদের নামে পৃথকভাবে তিনটি মামলা দেয়া হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এক হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা করে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. কামাল হোসেন জানান, করোনাকালীন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে তিন যুবক মাস্ক না পরে ঘোরাফেরা করছিল। এ সময় তাদের অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]