04/20/2025 বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে 'অক্সিজেন কনসেনট্রেটর' দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
৬ জুলাই ২০২১ ২৩:১৩
মহামারী করোনাভাইরাসের চিকিৎসা কার্যে সহায়তাস্বরূপ রাজশাহীতে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন রাজশাহী ৬ (চারঘাট-বাঘার) সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রাজশাহী, নাটোর এবং পাবনার বিভিন্ন উপজেলায় দলীয় নেতা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে চিকিৎসকদের হাতে তিনি এ সরঞ্জাম প্রদান করেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দশটি, বাঘায় চারটি, চারঘাটে চারটি, পুঠিয়ায় চারটি, দুর্গাপুরে চারটি, নাটোরের লালপুরে চারটি, বাগাতি পাড়ায় পাঁচটি এবং পাবনার ঈশ্বরদীতে পাঁচটিসহ মোট ৪০টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়। এটির কাজ হচ্ছে বাতাস থেকে অক্সিজেন তৈরি করা।
এদিকে চিকিৎসা কার্যে এই সহায়ক যন্ত্র পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতঙ্গতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন চিকিৎসক-সহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এই সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ দলীয় নেতা কর্মীরা।