572

03/14/2025 করোনায় আক্রান্ত হয়ে সস্ত্রীক হাসপাতালে এমপি একাব্বর

করোনায় আক্রান্ত হয়ে সস্ত্রীক হাসপাতালে এমপি একাব্বর

রাজ টাইমস ডেস্ক

২০ আগস্ট ২০২০ ১৮:৫০

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একাব্বর হোসেন সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ আগষ্ট) বিকালে টানা চারবারের এই এমপি ও তার স্ত্রী ঝর্ণা হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার এমপির একান্ত সচিব ইকবাল বিন মতিন গনমাধ্যমকে বলেন, অক্সিজেন স্যাচুরেশন কম হওয়ায় স্যার এবং ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য লক্ষণ তেমন নেই। এখন সুস্থ আছেন।

ইকবাল জানান, কয়েকদিন আগে ঝর্ণা হোসেনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীরে ব্যথা হলে বুধবার সকালে তিনিও নমুনা দেন।

বিকেলে ৬৪ বছর বয়সী একাব্বরের রিপোর্টও পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এমপি একাব্বরের ছেলে তাহরীম হোসেন সীমান্ত বুধবার রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তার বাবা-মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]