5728

03/14/2025 করোনায় রাবির উপ-রেজিস্ট্রার শামসুন নাহারের মৃত্যু : উপাচার্যের শোক

করোনায় রাবির উপ-রেজিস্ট্রার শামসুন নাহারের মৃত্যু : উপাচার্যের শোক

কে এ এম সাকিব, রাবি

৮ জুলাই ২০২১ ২০:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য দপ্তরে কর্মরত উপরেজিস্ট্রার শামসুন নাহারের গতকাল মঙ্গলবার (৬ জুলাই) রাত ৮.৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি মহামারী করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে৷

এই কর্মকর্তার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী এম. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় রাজশাহী শহরের খোজাপুর মসজিদে জানাজা শেষে নিকটস্থ গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে মরহুমার অবদান স্মরণ করে বলেন, মানুষের মৃত্যু অবধারিত হলেও তাঁর এ অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শামসুন নাহার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]