03/14/2025 নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজটাইমস ডেস্ক
৮ জুলাই ২০২১ ২৩:১৬
নাটোরের নলডাঙ্গায় মোঃ অনিক হাসান (৬) নামে এক শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘোরিয়া ইউনিয়নের দিয়ার কাজীপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের একমাত্র ছেলে অনিককে দুপুর ১টার দিকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। তার বাবা-মা অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। এক পর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরের পানিতে তলিয়ে যাচ্ছে এমন অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে। উদ্ধারের পরও অনিক জীবিত ছিলো। মুমূর্ষু অবস্থায় তাকে নাটোর আধুনিক সদও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্য হয়। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা মা পাগলের মত বিলাপ করছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা পানিতে ডুবে শিশু মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।