5744

09/24/2024 অবশেষে গ্রেফতার মেয়র মুক্তার

অবশেষে গ্রেফতার মেয়র মুক্তার

বাঘা প্রতিনিধি, রাজশাহী

১০ জুলাই ২০২১ ০৪:২২

অবশেষে গ্রেফতার হলো রাজশাহীর বাঘার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী। শুক্রবার (৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, গোয়েন্দা শাখার একটি দল এএসপি(ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিক ও বাঘা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী এলাকায় রাতভর অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালানোর এক পর্যায়ে বাঘা থানার আড়ানীস্থ এলাকায় তার নিজ বাড়ি থেকে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং ৯৪ লক্ষ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ।

এ সময় মুক্তার আলীকে বাড়ীতে না পেয়ে পুলিশ তার স্ত্রী এবং দুই ভাতিজাকে গ্রেপ্তার করে। আর তখন থেকেই মুক্তার আলী পলাতক ছিল।

উল্লেখ গত মঙ্গলবার সন্ধ্যায় আড়ানী পৌর এলাকার বাসিন্দা ও পল্লী চিকিৎসক মনোয়ার হোসেন মজনু (৫০)কে তার বাড়িতে গিয়ে মারপিক করে মেয়র মুক্তার আলী ও তার কয়েকজন সাঙ্গ-পাঙ্গ।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতে মুক্তার আলীর বাড়িতে আভিযান পরিচালনা করেন। এ অভিযানে তার নিজ শয়ন ঘরের আলমারির ড্রয়ার থেকে ৯৪ লক্ষ ৯৮ হাজার নগদ টাকা একটি বিদেশী পিস্তল, একটি সাটার গান, দুটি বন্দুক, ৪৩ রাউন্ড তাজা গুলি এবং সাতপুরি হেরোইন, ১০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবা জব্দ করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মুক্তার আলীকে শ্রক্রবার ভোর রাতে পাকশী এলাকা থেকে গ্রেফতারের পর সকালে তার বাড়ি তল্লাশী করা হয়। এ সময় তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]