03/14/2025 জিমেইলের ব্যবহারে বিভ্রাট
রাজটাইমস ডেস্ক
২০ আগস্ট ২০২০ ২৩:৫২
বিশ্বের তথ্য আদান প্রদানের বড় প্লাটফরম জিমেইলের ব্যবহারকারীরা বেশ বিড়ম্বনায় পড়েছেন।
ব্যবহারকারীদের অভিযোগ তারা জিমেইলে কোন বার্তা পাঠাতে পারছেন না এমনকি কোন ফাইল সংযুক্ত করা যাচ্ছে না।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় সোয়া ১০টা থেকে এ বিভ্রাট শুরু হয়।
জিমেইলের এই বিড়ম্বনা নিয়ে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ তাদের এই সমস্যার কথা শেয়ার করেছেন।
শুধু এ সমস্যাটি জিমেইল টু জিমেইল নয়। অন্য সেবা থেকে ও জিমেইলে কোন সেবা পাঠানো যাচ্ছে না।
জিমেইলের এই বিভ্রাটটি বিভিন্ন জনের কাছে বিভিন্ন দেখা দিচ্ছে। অনেকেই তাদের জিমেইল অ্যাকাউন্টে ঢুকতেই পারছেন না। গুগল ড্রাইভও বিভ্রাটের কবলে পড়েছে। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছেন না। কেউ কেউ আবার ড্রাইভে আপলোড, ডাউনলোড, শেয়ার কিছুই করতে পারছেন না।
জিমেইলের এই সমস্যা বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের অনেক দেশেই দেখা যাচ্ছে।
এদিকে জিমেইলের এই সমস্যাটি কথাত স্বীকার করেছে গুগল।
জিমেইলের এই বিড়ম্বনা দ্রুত সমাধান করে এ বিষয়ে আরও তথ্য জানানোর কথা বলেছে গুগল।
এসএইচ