5795

09/24/2024 সিংড়ায় ফরিদ ও কুদ্দুস বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সিংড়ায় ফরিদ ও কুদ্দুস বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সিংড়া (নাটোর) প্রতিনিধি.

১৩ জুলাই ২০২১ ২৩:৫৯

সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত সিংড়া উপজেলার বামিহাল গ্রামে ফরিদ ও কুদ্দস বাহিনীর অত্যাচারে আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের অত্যাচার থেকে বাঁচতে ও নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বামিহাল গ্রামের কৃষক আজিজুল হকের বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বামিহাল গ্রামের নির্যাতনের শিকার প্রায় অর্ধশত পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক মো. এনামুল হক, রবিউল ইসলাম, মজিদুল ইসলাম, হাফিজুর রহমান, আলী হাসান প্রমূখ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, বামিহাল গ্রামের ফরিদুল ইসলাম ও আব্দুল কুদ্দুস ২০০৫ সালে বামিহাল পুলিশ ফাঁড়ি লুট, পুলিশ সদস্য হত্যা এবং জজ মিয়া, আইয়ুব আলী ও চাম্পারাণী হত্যা সহ একাধিক হত্যা, লুটপাট, চাঁদাবাজী ও মাদক মামলার আসামী। তাদের বাহিনীর তান্ডবে এলাকাবাসী অতিষ্ঠ। আবার অনেকেই গ্রাম ছাড়া। সম্প্রতি হাট-বাজারে নতুন করেছে চাঁদাবাজি ও বিভিন্ন নিরীহ কৃষকের জায়গা দখল শুরু হয়েছে। এবিষয়ে থানা অভিযোগ করা হলেও তাদের তান্ডব থামছে না। সন্ত্রাসীদের নির্যাতন থেকে বাঁচতে স্থানীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইন শৃংখলা সদস্যদের দৃষ্টি আকর্ষন করেন গ্রামবাসী।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]