5807

03/14/2025 পুঠিয়ায় ৪ সন্তানের জননীকে নৃশংসভাবে হত্যা

পুঠিয়ায় ৪ সন্তানের জননীকে নৃশংসভাবে হত্যা

রাজটাইমস ডেস্ক

১৪ জুলাই ২০২১ ১৪:১৮

পুঠিয়ায় চার সন্তানের জননী আতেকা খাতুনকে (৪০) নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পুঠিয়ার ধোপাপাড়া কারিগর পাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আনেকা ছাগল নিয়ে বাড়ির পাশের মাঠে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় তার পরিবার ও এলাকার মানুষ তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে মাঠের মধ্যে তার গলা, হাত, পা কাটা লাশ দেখতে পান তারা।

স্হানীয় ইউপি সদস্য মো. শামীম ঘটনাটি জানতে পেরে পুঠিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান আনেকাকে বীভৎসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]