5809

04/19/2024 সংক্রমণ বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের

সংক্রমণ বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের

রাজটাইমস ডেস্ক

১৪ জুলাই ২০২১ ১৪:৩০

দেশে করোনার সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে। বাড়ছে মৃত্যু। সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার। আজ তা শেষ হচ্ছে। আগামীকাল থেকে এই বিধিনিষেধ ৮ দিনের জন্য তুলে দেয়া হচ্ছে। ঈদুল আজহার জন্য বিধিনিষেধ তুলে দেয়ায় সংক্রমণ আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকার লকডাউন শিথিল করেছে, কারিগরি কমিটি নতুন কোনো পরামর্শ দিবে কিনা জানতে চাইলে জাতীয় পরামর্শক কমিটির অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, সরকারের লকডাউনের শিথিলতার কারণে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের আরও কড়াকড়ি আরোপ করার দরকার ছিল, সেখানে শিথিলতা দেয়া হলো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]