5810

05/12/2024 রাজশাহীতে রেকর্ড মৃত্যু ২৫

রাজশাহীতে রেকর্ড মৃত্যু ২৫

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই ২০২১ ১৮:৩৩

২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এটি রাজশাহীতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগে ২৯ জুনও ২৫ জন করোনা রোগী মারা যান।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার ৩ জন করে, নওগাঁয় ২ জন এবং কুষ্টিয়া ও যশোরে রয়েছেন একজন করে।
মৃতদের মধ্যে ৭ জন করোনা পজেটিভ, ১৪ জন উপসর্গ নিয়ে মারা যান এবং নেগেটিভ হয়ে মারা গেছেন আরও ৪ জন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৪ হন । এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০০ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৩০টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ। নওগাঁয় ৫৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ জন। শনাক্তের হার ১৪.০৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ২৫ জন। শনাক্তের হার ১৮.৮০ শতাংশ।

 

 

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]