5813

04/24/2024 কাল বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট

কাল বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট

রাজটাইমস ডেস্ক

১৫ জুলাই ২০২১ ০৩:৫৮

আগামীকাল বৃহস্পতিবার বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট। এতে স্বাক্ষর রয়েছে সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের।

প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ছাড়া হবে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র এ কে এম মহিউদ্দিন আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোটগুলো আগের ডিজাইনেই আছে। শুধু স্বাক্ষর নতুন। এতে সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর রয়েছে।

নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

উল্লেখ্য, এক, দুই ও পাঁচ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত, যা ইস্যু হয় অর্থ মন্ত্রণালয় থেকে। এ ছাড়া ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। সরকারের ইস্যু করা নোটে সই করেন অর্থ সচিব। আর বাংলাদেশ ব্যাংক ইস্যু করা নোটে গভর্নরের সই থাকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]