5844

03/12/2025 মডার্নার আরো ৩০ লাখ টিকা পাবে বাংলাদেশ : মার্কিন রাষ্ট্রদূত

মডার্নার আরো ৩০ লাখ টিকা পাবে বাংলাদেশ : মার্কিন রাষ্ট্রদূত

রাজটাইমস ডেস্ক

১৮ জুলাই ২০২১ ০১:৫৭

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ঘোষণা করেছেন যে, বাংলাদেশ মডার্নার আরো ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে।

শনিবার এক টুইটা বার্তায় এই ঘোষণা দিয়ে মিলার বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে উপহার স্বরূপ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য এই টিকাগুলো সরবরাহ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও বিশ্বের করোনা পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞতার সাথে কাজ করছে।’

এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ মডার্নার ২৫ লাখ ডোজের প্রথম চালান পেয়েছিল।

এদিকে শনিবার রাতেই সিনোফার্মের কাছ থেকে ক্রয়কৃত ২০ লাখ ডোজ টিকার একটি চালান বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান ইউএনবিকে জানান, দু’টি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে। এছাড়া অতিরিক্ত ১০ লাখ ডোজ টিকাও উপহার হিসেবে আসবে।

 

 

 

সূত্র: ইউএনবি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]