03/14/2025 গোদাগাড়ীতে হিরোইনসহ কাউন্সিলর আটক
রাজটাইমস ডেস্ক
২১ আগস্ট ২০২০ ২১:৫৯
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেরোইন সহ এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা (৫৭)।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার মহিষালবাড়ি এলাকায় র্যাব-৫ এর পরিচালিত এক অভিযান তাকে আটক করা হয়। এ সময় অভিযানকালে এক কেজি ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
শুক্রবার র্যাবের আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এসএইচ